ইসির সক্ষমতা নিয়ে সংশয় আছে, নির্বাচন কতটা সুষ্ঠু হবে জানতে চেয়েছি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: স্টার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 'নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমাদের সংশয় রয়েছে—এটা কতটা অবাধ ও সুষ্ঠু হবে, তা নিয়ে আমরা প্রশ্ন করেছি। কারণ, যদিও নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তবুও প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা বসে আছে, যারা অবাধ নির্বাচন যাতে বিঘ্নিত হয় সেটা করতে নানা ধরনের কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন।'

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুই নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ।

রিজভী বলেন, 'কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সবকিছু বিবেচনায় নিয়ে স্বচ্ছতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। রোডম্যাপ অনুযায়ী তারা নির্বাচন নিয়ে কাজ করছেন এবং পিআর পদ্ধতি নিয়ে কিছু দল যে বক্তব্য দিয়েছে, সেটাও তাদের জানা।'

তিনি বলেন, 'আমরা মনে করি, এই মুহূর্তে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের নেতারা এই বিষয়ে বিস্তারিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী নির্বাচন কমিশন তাদের কাজ করছে।'

রিজভী বলেন, মূলত আমাদের আলোচনা ছিল ২০৩০ ভিশন নিয়ে, যেখানে প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত একটি প্রতিশ্রুতি ছিল। আমরা জানতে চেয়েছি প্রবাসীরা কি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে তারা কাজ করছেন। এছাড়াও, সীমানা পুনঃনির্ধারণের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও কমিশনের বক্তব্য আমরা শুনেছি। তবে, আমরা কোনো নির্দিষ্ট আসন বা এলাকা নিয়ে কথা বলিনি। আমরা সামগ্রিক প্রস্তুতির বিষয়েই জানতে এসেছিলাম।

জাতীয় পার্টির নিবন্ধন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, 'না, এসব নিয়ে আলোচনা হয়নি। এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে।'

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে জানতে চাইলে রুহুল কবির বলেন, 'আমরা স্পেসিফিক কিছু বলিনি। এখানে ইন্ডিভিজুয়াল যারা রাজি হচ্ছেন, তাদের কাছ থেকে কমিশন পার্সোনাল হিয়ারিং নিচ্ছেন। পপুলেশন ও অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট—এই দুই বিষয়ে সমন্বয় রেখেই কাজ করছেন বলে তারা জানিয়েছেন।'

সম্প্রতি জাতীয় পার্টির নিবন্ধনের বিষয়  ও গণঅধিকার পরিষদের প্রধান নুরুল হক নুরু ওপর হামলার বিষয়ে রিজভী বলেন, আমরা মনে করি এটা নির্বাচন কমিশন কারও রেজিস্ট্রেশন নিবন্ধন করা, না করা, কি প্রক্রিয়ায় করবেন, না করবেন সেটার সামগ্রিকভাবেই সংবিধান কর্তৃক তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার আলোকে তারা সেটা বিবেচনা করে। তাদের ক্ষমতায় তারা সেই দায়িত্বটা পালন করবে। এটা নির্বাচনের অন্তরায় নয়। এটি বিচ্ছিন্ন ঘটনা। প্রতিবেশী দেশ ভারতেও এমন ঘটনা ঘটে, কিন্তু তাতে গণতন্ত্র ব্যাহত হয় না।

রিজভী বলেন, তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরের ওপর হামলা নিন্দনীয়। তার রাজনৈতিক পরিচিতি আছে, তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। আমরা এর নিরপেক্ষ তদন্ত চাই এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

আগামী নির্বাচন এই কমিশনের অধীনে সুষ্ঠু হবে বলে বিএনপি বিশ্বাস করে কিনা, জানতে চাইলে রুহুল কবীর রিজভী বলেন, 'আমরা আশা রাখি, এই কমিশন একটি সুষ্ঠু, ইনক্লুসিভ এবং অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনা করতে পারবে। এখন পর্যন্ত তাদের আন্তরিকতার কোনো অভাব আমরা দেখিনি।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago