তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রবিবার দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর ৫২০) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এছাড়া চারজন নির্বাচন কমিশনারও এতে উপস্থিত থাকবেন।

গত ১৮ ডিসেম্বর রাতে এ সংক্রান্ত একটি চিঠি জারি করে ইসি। এতে বলা হয়, বৈঠকে নির্বাচন-পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রমরোধে যৌথ বাহিনীর কার্যক্রম, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনি পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

বৈঠকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের ছাড়াও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং র‌্যাব প্রধানদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ), ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং কারা মহাপরিদর্শককেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে আরেকটি চিঠিতে ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী বুধবার ২৪ ডিসেম্বর সারা দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে ইসি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গত ২০ অক্টোবর, ২৭ নভেম্বর এবং সর্বশেষ ১৪ ডিসেম্বর বৈঠক করেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago