খেলাপি ঋণের কারণে ৮২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ঋণখেলাপি হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের মধ্যে ৮২ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৭২৪টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে ঋণখেলাপি হওয়ার কারণে বাতিল হওয়া মনোনয়নপত্রের সংখ্যা ১১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে ঋণখেলাপি প্রার্থীদের বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
আসন্ন নির্বাচনের জন্য মোট ২ হাজার ৫৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ৩১ জন প্রার্থী আদালতের স্টে অর্ডার পেয়েছেন। এর ফলে ব্যাংক তাদের ঋণখেলাপি ঘোষণা করতে পারবে না।
এছাড়া, ২ হাজার ৪৬১ জন প্রার্থী ঋণমুক্ত বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
এর আগে নভেম্বর মাসে মনোনয়নপত্র জমার আগে প্রার্থীদের ঋণ সংক্রান্ত তথ্য আপডেট করতে শুরু করে সিআইবি।
নির্বাচন বিধি অনুযায়ী, কোনো ব্যক্তির ঋণ-সংক্রান্ত ফাইল মনোনয়নপত্র জমা দেওয়ার কমপক্ষে সাত দিন আগে 'নিয়মিত' স্থিতিতে না থাকলে তাকে নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য ধরা হয়।
মনোনয়নপত্র যাচাই ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে গতকাল ৪ জানুয়ারি শেষ হয়েছে।
আপিল করার সময়কাল শুরু হচ্ছে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কেউ লিখিতভাবে ইসিতে আপিল দায়ের করতে পারবেন।


Comments