আদালতের নতুন আদেশ, ঋণখেলাপি তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল
ঋণখেলাপি তালিকা থেকে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ স্থগিতাদেশ জারি করেন।
এতে বিএনপির এই প্রার্থীর সংসদ নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়ল।
এ আসনের অন্যতম প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাকে ইতোমধ্যে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী।
প্রিমিয়ার ব্যাংকে মঞ্জুরুল আহসানের প্রতিষ্ঠানের বকেয়া ঋণ আছে বলে আদালত সূত্র জানিয়েছে।
আজ আদালতে ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার বিভুতি তরফদার। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'চেম্বার আদালতের আদেশের পর মঞ্জুরুল আহসান মুন্সিকে ঋণখেলাপি হিসেবে গণ্য করা হবে। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।'
তিনি আরও জানান, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের প্রতিষ্ঠান ২০০৫ সালে প্রিমিয়ার ব্যাংক থেকে একটি ঋণ নিয়েছিলেন, যার ৮৯ কোটি টাকা এখনো বকেয়া।
মঞ্জুরুলের আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন ডেইলি স্টারকে বলেন, 'ঋণখেলাপি হিসেবে ক্রেডিট ব্যুরো অফ ইনফরমেশনের (সিআইবি) তালিকায় মঞ্জুরুলের কোম্পানির নাম অন্তর্ভুক্ত না করার জন্য হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা নেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের চেম্বার বিচারক হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।'
এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, 'আদালত এমন কোনো আদেশ দেননি যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।'

Comments