কুমিল্লা জিলা স্কুলে মহাকাশ পর্যবেক্ষণ মেলা
কুমিল্লা জিলা স্কুলে মহাকাশ পর্যবেক্ষণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় আধুনিক টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ ও আকাশবিজ্ঞানের নানা বিস্ময় শিক্ষার্থী ও দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে বিদ্যালয়টির অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষে সাইফুল আলম বাবু জানান, মেলার মূল আকর্ষণ ছিল—আধুনিক টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ, দিনের বেলায় সূর্য এবং রাতে চাঁদ পর্যবেক্ষণ। এছাড়া অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে অণুজীব পর্যবেক্ষণের সুযোগও ছিল।
পরবর্তী মেলায় রকেটবিষয়ক বিশেষ প্রদর্শনী থাকবে বলেও জানান তিনি।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন বলেন, এই শিক্ষামূলক ও বিজ্ঞানমনস্ক আয়োজনটি বাস্তবায়ন করেছে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রাক্তন ছাত্ররা স্কুলের বর্তমান শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও জ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা স্কুলের জন্য মঙ্গলজনক।
মেলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কবির আহমেদ, আব্দুল হক, মাসুক আলতাফ চৌধুরী এবং জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।


Comments