ইসি আপিলের দ্বিতীয় দিনে ৫৮টি অনুমোদন, বাতিল ৭

নির্বাচন ভবন। স্টার ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানিতে ৫৮টি আপিল অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্য অনুযায়ী, আজ রোববার শুনানি হওয়া মোট ৭১টি আপিলের মধ্যে সাতটি বাতিল করা হয়েছে এবং ছয়টি মুলতবি রাখা হয়েছে।

এদিন মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে শুনানির প্রথম দিনে কমিশন তার আপিলটি মুলতবি রেখেছিল।

মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে উপস্থিত হন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে।

শনিবার শুরু হওয়া এসব আপিলের শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ২৮০ জন প্রার্থীর আপিল শুনানির পরিকল্পনা রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানির কার্যক্রম চলবে।

Comments

The Daily Star  | English