আমি ট্রু সেন্সে বেহেশত বলিনি, কথার কথা বলেছি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্টার ফাইল ছবি

'বেহেশতে আছি' মন্তব্যের জন্য সমালোচনায় পড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তিনি সত্যিকার অর্থে বাংলাদেশকে বেহেশত বলেননি। কথার কথা বলেছেন।

আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আপনি যদি দেখেন, দাম বেড়েছে আমাদের ৭ পার্সেন্ট। আর আমেরিকায় বেড়েছে ৯ পার্সেন্ট, ৯ দশমিক ১। ইংল্যান্ডে বেড়েছে। টার্কিতে অনেক বেড়েছে। পাকিস্তানে ৩৭ পার্সেন্ট বেড়েছে। আমাদের প্রতিবেশী মিয়ানমারের শুনেছি ১৫০। এটা আপনাদের তথ্য থেকে শুনেছি। সেইদিক থেকে আমরা তো অনেক ভালো আছি। তা ছাড়া, আফগানিস্তানে যখন তখন মসজিদে গেলেও লোকদের মেরে ফেলে। তারপর আরও কোনো দেশে মলে যায়, স্কুলে যায়—সেখানেও মেরে ফেলে। আমরা তো ওইরকম বাজে অবস্থায় নেই। আমরা অনেক ভালো আছি। অনেকটা বলতে পারেন বেহেশতে আছি। আর যায় কোথায়! আপনারা আমারে এক্কেরে…'

তিনি আরও বলেন, 'আমি তো ট্রু সেন্সে বেহেশত বলিনি। কথার কথা বলেছি। কিন্তু আপনারা আমারে খায়া ফেললেন। এই হলো বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা খর্ব করা! খর্ব করেছি? আফটার অল আই এম অ্যা পাবলিক ফিগার। নিশ্চয়ই আপনারা আমাকে ক্রিটিসাইজ করতে পারেন। আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। ইট ডাজ নট ম্যাটার। তবে আগামীতে সাবধান হতে হবে। আমি খোলামেলা মানুষ, শিক্ষক মানুষ। আমি যেটা মনে করি, সেটা খোলামেলা বলে ফেলি।'

গত শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের মতবিনিময় সভা শেষে বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। 

এ কে আব্দুল মোমেন তখন আরও বলেন, 'একটি পক্ষ থেকে এমন প্যানিক ছড়ানো হচ্ছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই।'

 

Comments

The Daily Star  | English

Dengue deaths and infections double in July

The number of dengue deaths and infections in July more than doubled compared to the previous month, underscoring the growing severity of this year’s outbreak.

18h ago