জাতির পিতার আদর্শ ও মূল্যবোধ ধারণের আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। ছবি: সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু আমাদের দেশের মাটি ও মানুষকে ভালোবাসতে শিখিয়ে গেছেন। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন, আর দিয়ে গেছেন তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার জন্য।

শুক্রবার বিকেলে 'উদ্যোক্তা চট্টগ্রাম'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' বই বিতরণ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে আগামীর প্রজন্মকে। শিক্ষার্থীরা যদি তার আদর্শ ও চেতনা হৃদয়ে লালন করে দেশ গঠনে যে যার অবস্থান থেকে আত্মনিয়োগ করে তাহলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।'

তিনি সবাইকে জাতির পিতার আদর্শ ও মূল্যবোধ নিজেদের মধ্যে ধারণ করার আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ নেত্রী ও উদ্যোক্তা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সোনিয়া আজাদের সভাপতিত্বে নগরের কাজেম আলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী (বাবর), কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ, চকবাজার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনছার উল হক, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। 

Comments

The Daily Star  | English

Economy to face challenges in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago