বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ২০০০ আইনজীবী

বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ২০০০ আইনজীবী
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রায় দুই হাজার আইনজীবী। ছবি: সংগৃহীত

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রায় দুই হাজার আইনজীবী।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট হত্যাকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেছেন সুপ্রিম কোর্ট ও ঢাকা জজকোর্টের আইনজীবীরা।

এতে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুন নুর দুলাল।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

 

 

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB has kept its policy rate unchanged for the second half of this year

18m ago