নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা নেই: বদিউল আলম মজুমদার

শুক্রবার বিকেলে মোংলা প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি আয়োজিত নাগরকি সভায় বদিউল আলম মজুমদার। ছবি: সংগৃহীত

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে আমার মনে হয়, আমরা একটি ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছে। নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা নেই। ভালো থাকতে চাইলে, সন্তানদের দুধে-ভাতে রাখতে চাইলে কতকগুলো সত্যের মুখোমুখি হতে হবে। একে অপরকে ব্লেইম গেইম দিলে শান্তি সম্প্রীতি আসবে না।

তিনি বলেন, 'দেশে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা করতে না পারলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। যেভাবে আমরা চলছি সেটি মুক্তির পথ না, সম্প্রীতির পথ না। দেশের উন্নয়ন হচ্ছে কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না।

'মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই,' বলেন তিনি।

আজ শুক্রবার বিকেলে মোংলা প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি আয়োজিত নাগরকি সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বানকে সামনে রেখে 'সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই' শ্লোগান বাস্তবায়নে সুজন এবং পিএফজি নেতাদের নির্মোহভাকে রাজনৈতিক বিশ্লেষণ ও নিবেদিত হয়ে কাজ করতে হবে।'

নাগরিক সভায় সভাপতিত্ব করেন সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। সভাপতির বক্তব্যে ফ্রান্সিস সুদান হালদার বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত করতে এবং নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে যার যার অবস্থান থেকে সক্রিয় থাকতে হবে।'

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিস্ এ্যাম্বাসেডর বাগেরহাট ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক পিএডিএন'র সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, পিএডিএন বাগেরহাটের উপদেষ্টা মো. ইব্রাহিম হোসেন, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পিএডিএন বাগেরহাটের সদস্য খান এ আরিফ, এস কে হাসিব, ইসমাইল হোসেন লিটন, মো. জাকির হোসেন ও দি হাঙ্গার প্রোজেক্ট'র এসপিএল প্রকল্প সমন্বয়কারী কাজী নিশাত প্রমুখ।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago