তুমব্রু সীমান্তে মিয়ানমারের ভেতরে আবারও গোলাগুলি

বান্দরবান

প্রায় ১০ দিন বন্ধ থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে মিয়ানমার অংশে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। 

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুমব্রু সীমান্তে ভারী গুলির শব্দ শোনা যায়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ৫টি গোলার শব্দ পেয়েছেন তুমব্রু সীমান্তের স্থানীয়রা।

এ অবস্থায় স্থানীয়দের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। 

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আজিজ দ্য ডেইলি স্টারকে গোলাগুলির শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আজিজ বলেন, 'কয়েকদিন গোলাগুলি বন্ধ থাকার পর আজ সন্ধ্যা থেকে আবারও ভারী গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে এলাকার লোকজন আমাকে জানিয়েছে। আমি সীমান্ত এলাকায় বসবাসকারীদের সর্তক ও সাবধানতার সঙ্গে চলাফেরা করার জন্য বলেছি।'

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলম ডেইলি স্টারকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গোলাগুলির শব্দ পাওয়া গেছে। 

ঘুমধুম-তুমব্রু সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, 'বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে আবারও গোলাগুলি শুরু হয়েছে। কয়েকদিন গোলাগুলি বন্ধ থাকায় সীমান্তের লোকজন স্বস্তিতে ছিল। আজ আবার গুলির শব্দ পাওয়া যাচ্ছে।'

'আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে থেকে সীমান্তের সব জায়গায় কঠোর নজরদারি করছি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangkok sinkhole sparks warnings for Dhaka’s future

Experts say Dhaka’s unchecked urbanisation and groundwater depletion heighten risks of sinkholes and subsidence

3h ago