খুলনায় বাস বন্ধ: দুর্ভোগের আশঙ্কায় চাকরিপ্রার্থীরা

খুলনা মহানগরী। ছবি: হাবিবুর রহমান/স্টার

বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে আগামীকাল ও পরশু খুলনায় সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা বাস, মিনিবাস মালিক সমিতি। এতে দুর্ভোগের আশঙ্কা করছেন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া সমাজকর্মী পদে চাকরির আবেদনকারীরা।  

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৬তম গ্রেডভুক্ত ৩য় শ্রেণির সমাজকর্মী পদে জনবল নিয়োগে আগামীকাল শুক্রবার সকালে লিখিত ও এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ পরীক্ষায় খুলনা থেকে আবেদন করেছেন ১৩ হাজার ৩৭৬ জন প্রার্থী। খুলনা শহরের মোট ১৩টি কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে ভোগান্তির আশঙ্কা করছেন আবেদনকারীরা।

সমাজকর্মী পদে আবেদন করেছেন খুলনার কয়রা উপজেলার বাসিন্দা অনিমেষ বাইন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বাড়ি শহর থেকে ১১ কিলোমিটার দূরে। আগে ভেবেছিলাম পরীক্ষার দিন সকালে শহরে চলে যাব। কিন্তু এ পরিস্থিতিতে কোথায় গিয়ে থাকব? আর মোটরসাইকেলে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না! খুব ঝামেলায় পড়ে গেলাম।'

জানতে চাইলে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন ডেইলি স্টারকে বলেন, 'একযোগে বাংলাদেশে ৬৪টি জেলায় এই পরীক্ষা হচ্ছে। এটা পূর্বঘোষিত। এখন খুলনায় বাস বন্ধ হলে কিছু করার নেই।'

'যারা পরীক্ষার্থী তাদের বলতে চাই, অন্তত একদিন আগে যেন তারা শহরে চলে আসেন,' বলেন তিনি।

খুলনায় বিএনপির সমাবেশের আগে বাস বন্ধ রাখার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে শ্রমিক ইউনিয়নের নেতারা।

যদিও মালিক সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, মহাসড়কে তিন চাকার যানবহন বন্ধ না হওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে একই সংগঠনের একাধিক নেতা জানিয়েছেন মালিকদের চাপে তারা গণপরিবহন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

Comments

The Daily Star  | English
‘King’s parties’ rounded up for polls

Towards hope, with the vote in sight

We step into the new year with hope and optimism as new beginnings are wont to be, the national election on the horizon is all the more reason to look ahead to 2026.

7h ago