নির্বাচনে ছেলের পরাজয়ের ‘খবর শুনে’ বাবার মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া ছেলের পরাজয়ের 'খবর শুনে' শাহ জামাল (৬৫) নামের এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় ফুলকোঁচা ইউনিয়নের ফুলকোঁচা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহ জামালের ছেলে আজাদ মিয়া এই নির্বাচনে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রদপ্রার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল ফুলকোঁচা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। এতে টিউবওয়েল প্রতীকের শহিদুল্লাহ ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ মিয়া তালা প্রতীকে ২৭৮ ভোট পেয়ে পরাজিত হন।

পরাজিত প্রার্থী আজাদ মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে আমি মাত্র ২৩ ভোটের ব্যবধানে পরাজিত হই। এটা বাবা মেনে নিতে পারেননি। খবর শুনে হৃদরোগে আকান্ত হয়ে বাড়িতেই মারা যান তিনি।

এ ঘটনায় শোক প্রকাশ করে বিজয়ী প্রার্থী শহিদুল্লাহ বলেন, 'ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি (শাহ জামাল) আমার প্রতিবেশী। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।'

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

17m ago