বান্দরবানে বন্য হাতির আক্রমণে নিহত ২, আহত ১

ছবি: ইউএনবি

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে ২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের সোহরাব পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিবি খোদেজা (৬৫) ও আমির আলী (৭০)। এ ছাড়া বয়াতী (৬০) নামে একজন আহত হয়েছেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, সকালে পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি দলছুট হাতি সোহরাব পাড়ায় এসে আক্রমণ শুরু করে।
 
হাতির ভয়ে পাড়ার মানুষ ছুটতে থাকে। খোদেজা বিবি হাতির সামনে পড়লে হাতির পদতলে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আমির আলী ও বয়াতী আহত হন। 

তাদের দ্রুত উদ্ধার করে চকোরিয়া হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আমির আলী মারা যান। গুরুতর আহত বয়াতীকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুনো হাতিটি কয়েকটি দোকানের চাল উপড়ে ফেলেছে।

এ বিষয়ে আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এনামুল হক ভুঁইয়া বলেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Govt forms commission to probe Milestone jet crash

The probe commission will examine the cause of the tragic crash, assess damage and casualties, determine the responsibilities

1h ago