চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী বিজয় মেলা

ছবি: সংগৃহীত

আগামীকাল থেকে নগরী চট্টগ্রামে 'মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার' স্লোগানে বিজয় মেলা শুরু হচ্ছে।

চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মেলা মাসব্যাপী চলবে। বিকেল ৩টায় মেলা উদ্বোধন করবেন বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তবে, ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে মেলার কার্যক্রম বন্ধ থাকবে। ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় এমএ আজিজ স্টেডিয়ামের গোলচত্বরে বিজয় শিখা জ্বালানো হবে।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস বলেন, ১৯৮৯ সালের পর বিগত ৩৩ বছর বিজয় মেলা হচ্ছে আন্দোলন সংগ্রামের সূতিকাগার চট্টগ্রামে। যা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের ধারাবাহিকতা রক্ষা করে মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করতে এবারও বিজয় মেলার আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজয়মেলা পরিষদের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও বদিউল আলম চৌধুরী, অর্থ সচিব পল্টু লাল সাহা, এস এম মাহবুবুল আলম, সৈয়দ মাহমুদুল হক প্রমুখ।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago