চট্টগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিদ্যানন্দ-সিএমপির মেজবানি আয়োজন

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামে ১ হাজার সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঐতিহ্যবাহী মেজবানির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অনুষ্ঠানে ৫ হাজার দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রীও উপহার দেওয়া হয়।

বুধবার নগরীর অলংকার কনভেনশন সেন্টারে এই আয়োজনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

সিএমপি কমিশনার এ সময় বলেন, 'এ ধরনের আয়োজনের মাধ্যমে বিদ্যানন্দ আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে সমাজে সবাইকে একসঙ্গে নিয়ে কীভাবে বাঁচতে হয়, কীভাবে সুবিধাবঞ্চিতদের সম্মানজনকভাবে সহযোগিতা করতে হয়। সিএমপি সবসময় বিদ্যানন্দের এসব ভাল কাজে সহযোগিতা করে যাবে।'

বিদ্যানন্দ ফাউন্ডেশন বোর্ড সদস্য জামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সামাজিক অনুষ্ঠানগুলোতে সুবিধাবঞ্চিত মানুষকে কেউ দাওয়াত করে না, তাদের সঙ্গে এক টেবিলে খাওয়া তো দূরের কথা। তাই অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা ভাষণেই থেকে যায়। সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠী সমাজ থেকে বিচ্ছিন্নই রয়ে যায়। এসব সামাজিক পার্থক্য ও অসংগতি দূর করতে বিদ্যানন্দ সারাদেশে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।'

'সুবিধাবঞ্চিত মানুষের জন্য মেজবানি এবং সেইসঙ্গে ৫ হাজার পরিবারের জন্য ১ সপ্তাহের বাজার দিয়েছে বিদ্যানন্দ', যোগ করেন তিনি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির ডিসি (হেড কোয়ার্টারস) মো. আব্দুল ওয়ারিশ, ডিসি (পশ্চিম) মো. জসীম উদ্দিন, ডিসি (ট্রাফিক পশ্চিম) মো. তারেক আহমেদ, বিদ্যানন্দের বোর্ড সদস্য নাফিজ চৌধুরী এবং সিএমপি ও বিদ্যানন্দের অন্যান্য কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English

Govt forms commission to probe Milestone jet crash

The probe commission will examine the cause of the tragic crash, assess damage and casualties, determine the responsibilities

1h ago