যে ৪ ফার্মাসিউটিক্যালস সেরা করদাতা

ছবি: সংগৃহীত

২০২১-২২ অর্থবছরে দেওয়া করের হিসাবে দেশের ৪টি ফার্মাসিউটিক্যালসকে সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর।

এগুলো হলো-স্কয়ার, ইনসেপটা, রেনাটা ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

'ঔষধ ও রসায়ন' ক্যাটাগরিতে এই ৪ প্রতিষ্ঠানটিকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর।

Comments

The Daily Star  | English

Audits expose hidden bad loans at 6 Islamic banks

Asset quality reviews by international auditors KPMG and Ernst & Young have revealed that six Shariah-based banks in Bangladesh are in a dire financial state, with non-performing loans (NPLs) skyrocketing four times greater than previously reported.

6h ago