আমি, আমার স্ত্রী এবং সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক: তাকসিম এ খান

তাকসিম এ খান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার বিষয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

আজ মঙ্গলবার তাকসিম তার অফিসে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কয়েকজন সাংবাদিকের সঙ্গে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।

তাকসিম এ খান বলেন, 'ওয়াসার এমডির দায়িত্ব নেওয়ার আগে আমি, আমার স্ত্রী এবং সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক। তারা (স্ত্রী-সন্তান) ভালো বেতনে মার্কিন যুক্তরাষ্ট্রে ভালো চাকরি করে। আমার স্ত্রী তার বেতন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। এটি ছাড়া, আমাদের অন্য কোনো সম্পত্তি নেই।'

ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কিনেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ঠিক একদিন পর তিনি এ দাবি করেন।

আজ সকাল ১০টায় ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে তাকসিমের প্রেস ব্রিফিং করার কথা ছিল। কিন্তু দ্য ডেইলি স্টার প্রতিবেদকসহ আরও কয়েকজন সাংবাদিক সংবাদ সম্মেলনে যোগ দিতে সেখানে গেলে ওয়াসার কর্মকর্তারা জানান, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকে সংবাদ সম্মেলনে যোগ দিতে দেওয়া হবে না।

এ কারণে বেশ কয়েকজন সাংবাদিককে সংবাদ সম্মেলনে অংশ নিতে দেওয়া হয়নি। 

পরে ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মোস্তফা তারেক সাংবাদিকদের বলেন, 'ওয়াসার এমডি আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি (ওয়াসার এমডি) শিগগিরই অন্যান্য গণমাধ্যমের সঙ্গেও কথা বলবেন।'

 
 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago