ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপান-চীন-ফ্রান্স-ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত জাপান, চীন, ফ্রান্স, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো হেলিকপ্টারে ভাসানচর পৌঁছান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে তারা ঢাকার উদ্দেশে ভাসানচর ত্যাগ করেন।

ওসি আরও জানান, সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৪ দেশের রাষ্ট্রদূতসহ বিদেশি ও দেশি প্রতিনিধি দল ভাসান চরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তারা ভাসানচরের বিভিন্ন ওয়্যারহাউজে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন। একইসঙ্গে রোহিঙ্গাদের বাসস্থান, লার্নিং সেন্টার, গার্ডিং ও ভাসানচর ২০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন। সবশেষ ভাসানচর মাল্টিপারপাস কমপ্লেক্সে সভাকক্ষে ক্যাস্পের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তারা।

এ সময় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার-ইনচার্জ সিমোন পার্চমেন্ট উপস্থিত ছিলেন।   

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে দেশের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সালাহউদ্দিন, মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম, পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক, পরিচালক-১৪ ডা. মোহাম্মদ মহিবুল হাসান, নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও ভাসানচর থানার ওসি হুমায়ুন কবির।

Comments

The Daily Star  | English

Bangladesh eyes 10-20% tariff in final US talks

The tariff negotiations are scheduled to begin on July 29 and continue until July 31

9h ago