বিদেশিকে জন্মনিবন্ধন সনদ দেওয়ায় ডিএনসিসি কর্মচারী চাকরিচ্যুত

জালিয়াতি করে বিদেশিকে জন্মনিবন্ধন সনদ দেওয়ার দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

একইসঙ্গে ডিএনসিসির এক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বৃহস্পতিবার এই শাস্তিমূলক ব্যবস্থা নেন মেয়র।

ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরিচ্যুত কর্মচারীর নাম মাফরুজা সুলতানা। সবশেষ তিনি ডিএনসিসির অঞ্চল-৫ এর স্বাস্থ্য শাখার জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অঞ্চল-৩ ও ৯ এ (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালনরত অবস্থায় উজবেকিস্তানে জন্মগ্রহণকারী এক রুশ বংশোদ্ভূতকে জন্মনিবন্ধন সনদ দেন তিনি।

এ ছাড়া তার বিরুদ্ধে সই জাল করে বিভিন্ন সময় জন্মনিবন্ধন সনদ প্রদান এবং যারা আইনগতভাবে জন্মনিবন্ধন সনদ পাওয়ার যোগ্য নন, তাদেরকেও জন্মনিবন্ধন সনদ প্রদানের অভিযোগ রয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম আজিজুন নেছা। তিনি ডিএনসিসির অঞ্চল-৩ এবং ৯ এর (অতিরিক্ত দায়িত্ব) স্বাস্থ্য শাখার সহকারী স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB has kept its policy rate unchanged for the second half of this year

18m ago