রোকিয়া আফজাল ছিলেন আমার কাজের পরামর্শ-উৎসাহদাতা: ড. ইউনূস

রোকিয়া আফজাল রহমান ও ড. মুহাম্মদ ইউনূস।

দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই শোকবার্তা জানান।

এতে বলা হয়, 'আমার পরম বন্ধু ও একান্ত সহযোগী রোকিয়া আফজাল রহমানকে হারিয়ে আমি গভীরভাবে শোকাহত। তিনি শুধু বন্ধুই ছিলেন না, তিনি ছিলেন আমার কাজের পরামর্শদাতা এবং উৎসাহদাতা।'

'রোকিয়া আফজাল আমার সামাজিক ব্যবসার ধারণাটাকে প্রথম থেকেই উৎসাহ সহকারে গ্রহণ করেছিলেন এবং ব্যবসায়ী মহলে একে বোঝানোর চেষ্টা করে গেছেন। সামাজিক ব্যবসার প্রতি একান্ত আগ্রহের কারণে তিনি দেশে এবং বিদেশে আমাদের বিভিন্ন ইভেন্টে অংশ নিতেন। ব্যাংককে আমাদের সামাজিক ব্যবসা দিবস অনুষ্ঠানে তার প্রাণোজ্জ্বল অংশগ্রহণ কখনো আমার মন থেকে মুছে ফেলতে পারব না,' বলেন ড. ইউনূস।

শোকবার্তায় আরও বলা হয়, 'বাংলাদেশের দরিদ্র নারীদের প্রতি তার সহমর্মিতা এবং তাদের সমস্যা সমাধানে তার আগ্রহ সব সময়ই সব কিছুর ঊর্ধ্বে থাকত। নারী ক্ষমতায়নে রোকিয়া আফজালের অবদান তুলনাহীন। বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অবস্থানকে যথাযোগ্য স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবদান কেউ কখনো ভুলতে পারবে না।'

'তিনি বিরাট একটা শূন্যতা সৃষ্টি করে আমাদের ছেড়ে চলে গেলেন,' বলেন ড. ইউনূস।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago