বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা এলাকায় বিএনপি নেতার বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ কিশোরী সালমা আক্তার স্মৃতি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে।
এ নিয়ে আগুন দেওয়ার ঘটনায় দুজনের প্রাণ গেল। এর আগে একই ঘটনায় তার ছোট বোন আয়েশা আক্তার মারা যায়।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন স্মৃতি মারা যান বলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান নিশ্চিত করেন।
তিনি জানান, লক্ষ্মীপুরের আগুনের ঘটনায় ভোরে বিথী ও স্মৃতি নামে দুই জনকে শনিবার ভোরে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্মৃতি। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। আর বিথীর হাত ও পায়ের সামান্য অংশ দগ্ধ হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, প্রথম থেকেই স্মৃতির অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল।
এরআগে গত ১৯ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে আগুন দেয়। এতে ঘর ও আসবাব পুড়ে যায় এবং আগুনে পুড়ে ঘটনাস্থলেই ছোট মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়।
এই ঘটনায় বিএনপি নেতা বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেজো মেয়ে সায়মা আক্তার বীথি দগ্ধ হয়। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। স্মৃতি ও বীথিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন স্বজনরা।
চাচা শাহীন আলম বলেন, স্মৃতির মা নাজমা বেগম তার প্রথম সন্তানের অকাল মৃত্যু- কিছুতেই মেনে নিতে পারছেন না।চোখের সামনে ছোট মেয়ে আগুনে পুড়ে কয়লা হয়ে মারা গেছে।ওই শোক না সামলাতেই বড় মেয়ে গতরাতে মারা গেছে।
বিএনপি নেতা বেলাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, যারা আমার দুই মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
লক্ষীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহেদ পারভেজ বৃহস্পতিবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, আগুনের ঘটনায় মঙ্গলবার রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। এর মধ্যে দুটি তালা লকড ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকেল) মো. রেজাউল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন স্মৃতিও মারা গেছে। নিহতের বাবা বাদী হয়ে থানা মামলা করেছেন। পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে মামলার তদন্ত কাজ করে যাচ্ছে।


Comments