খালেদা জিয়ার মৃত্যু: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিন দিনের শোক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিক শোক পালন করা হবে।
শোক কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে সব পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।


Comments