জাবিতে ৩ দিনের শোক, কাল ক্লাস-পরীক্ষা স্থগিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সব দপ্তর-একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আগামী ৩ দিন শোক পালন করা হবে বিশ্ববিদ্যালয়টিতে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকের প্রতীক হিসেবে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি কামনায় আগামী ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Comments