জাতীয় ঈদগাহে যেতে ট্রাফিক নির্দেশনা

জাতীয় ঈদগাহ
জাতীয় ঈদগাহ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল শনিবার জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াতে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদগাহে যেতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা। ছবি: সংগৃহীত

নির্দেশনায় বলা হয়েছে, জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপে ডাইভারশন থাকবে।

সাধারণ গাড়ি পার্কিংয়ের স্থানগুলো হলো-মৎস্য ভবন থেকে শাহবাগ, আইইবির ভেতরের পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হলের ব্যারিকেডের বাইরে ও জাতীয় প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।

ভিভিআইপি ও ভিআইপিদের কার পার্কিংয়ের মধ্যে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির গাড়ি বহর থাকবে সুপ্রিম কোর্টের ভেতরে গোলচত্বরের কাছে। 

মন্ত্রিপরিষদের সদস্যদের গাড়ি পার্কিং হবে ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর-পশ্চিম দিকে। বিচারপতিদের গাড়ি পার্কিং হবে সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পাশে।

উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের গাড়ি থাকবে গণপূর্ত ভবনের আঙিনায়। 

যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

 

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago