হজ নিবন্ধনে ‘একদিনের বিশেষ’ সুযোগ ধর্ম মন্ত্রণালয়ের

রয়টার্স ফাইল ফটো

হজযাত্রী ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) অনুরোধের পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় শুধু আজকের জন্য হজ নিবন্ধনের সার্ভার চালু রাখবে।

অর্থাৎ, যারা পবিত্র হজ পালনে যেতে চান কিন্তু এখনো নিবন্ধন করতে পারেননি তাদের জন্য 'একদিনের বিশেষ' সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর হজ নিবন্ধনের এটাই শেষ সুযোগ।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি থেকে হজ নিবন্ধন শুরু হয়, যা ১১ এপ্রিল পর্যন্ত চলে। তবে, বেশ কয়েকবার সময় বাড়ানোর পরও কোটা পূরণ হয়নি।

Comments

The Daily Star  | English
Bangladesh electric vehicle policy 2025

30% of govt vehicles to go electric by 2030

Draft national EV policy sets the ambitious target

12h ago