প্রথমবারের মতো বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে বিমান

বিমান, বোয়িং ড্রিমলাইনার, বিমান বাংলাদেশ এয়ারলাইনস,
বিমানের আধুনিক বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের আধুনিক বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ এর মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ বলছে, দেশে প্রথমবারের মতো বিদেশি পাইলটদের ড্রিমলাইনারে লাইন ট্রেনিং দিচ্ছে সংস্থাটি। শুধু দেশেই নয়, দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন ইতিহাসে এ ধরেনের ঘটনা এই প্রথম।

বিমানের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দিয়ে বিমান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। প্রাথমিকভাবে ৩ জন এবং পর্যায়ক্রমে ১২ জন বিদেশি পাইলটকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে বিমান। শুক্রবার সকালে ঢাকা-সিলেট-লন্ডন রুটের ফ্লাইটে মঙ্গোলিয়ান এয়ারলাইনসের এক পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বিদেশি পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

মঙ্গোলিয়ান রাষ্ট্রীয় এয়ারলাইনসের ১২ জন পাইলট বিমান থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে প্রশিক্ষণ নেবেন বলে জানা গেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ব্যাচে মঙ্গোলিয়ান এয়ারলাইনসের ৩ জন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এজন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিমানই প্রথম বিদেশি পাইলটদের ড্রিমলাইনারে প্রশিক্ষণ দেওয়ার গৌরব অর্জন করেছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম বলেন, 'বিমানের প্রতি বিদেশি এয়ারলাইনসগুলোর আস্থা আছে। সেফটি স্ট্যান্ডার্ড ও মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতার কারণে বিদেশি এয়ারলাইনসগুলোর বিমানের প্রশিক্ষণের প্রতি আকর্ষণ বাড়ছে। ভবিষ্যতে এই প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা আছে।'

বিদেশি পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী উপলক্ষে শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. ছিদ্দিকুর রহমান, পরিচালক (ফ্লাইট অপারেশনস) ক্যাপ্টেন মো. সিদ্দিকুর রহমানসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
mob violence in South Asia

Why mob violence is rising across South Asia

In South Asia, the mob has evolved into a calculated tool for political mobilisation and social policing.

9h ago