বাজেট অধিবেশন শুরু ৩১ মে

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ৩১ মে। ওইদিন বিকেল ৫টায় সংসদ অধিবেশন শুরু হবে।

আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী তাকে প্রদত্ত ক্ষমতাবলে বাজেট অধিবেশন আহ্বান করেছেন।

আগামী ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে প্রায় সাড়ে ৭ লাখ কোটি টাকা, যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট।

জাতীয় অর্থনৈতিক পরিষদ গত ১১ মে ২ লাখ ৭৪ হাজার কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করে।

এটি হবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত আওয়ামী লীগ সরকারের পঞ্চম ও শেষ বাজেট। এই বাজেট অধিবেশন হবে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন।

ঈদুল আজহার কারণে অন্যান্য বারের তুলনায় এ বছর আগে বাজেট পেশ করা হবে।

ঈদুল আজহার ছুটির আগেই সরকার আগামী জাতীয় বাজেট শেষ করতে চায় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago