গরুবোঝাই ট্রাক নিয়ে টানাহেঁচড়া করলে ব্যবস্থা: আইজিপি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

কোরবানির গরুবোঝাই ট্রাক নিয়ে কেউ টানাহেঁচড়া করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শন শেষে বাইপাইল এলাকায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, 'আমরা গরুবাহী পরিবহন ও হাটের জন্য একটি নির্দেশনা দিয়েছি। গরুবাহী পরিবহন যে হাটে যাবে তারা যেন পরিবহনের সামনে ও পেছনে হাটের নামসহ ব্যানার সাটিয়ে দেয়৷ এতে করে সড়কে কেউ গরুবোঝাই পরিবহন নিয়ে টানাহেঁচড়া করতে পারবে না। কেউ টানাহেঁচড়া করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আমাদের পুলিশের প্রতিনিধিদের নির্দেশনা দেওয়া রয়েছে।'

তিনি বলেন, 'গতবার আপনাদের সামনে এসে বলেছিলাম, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো, যেন সাধারণ মানুষ ঈদে ভোগান্তি ছাড়াই বাড়িতে যেতে পারে। সে লক্ষ্যে আমাদের সদস্যরা কাজ করেছেন। দেশের মানুষ বলেছে, আমাদের প্রচেষ্টা সফল হয়েছে।'

তিনি আরও বলেন, 'এই সফলতা অর্জন সম্ভব হয়েছে পরিবহন মালিক-শ্রমিকদের সহযোগিতায়। এবারো আমরা চেষ্টা করবো দেশের মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। সেই লক্ষ্যে আমাদের পুলিশে সকল ইউনিট দায়িত্ব পালন করছে। ড্রোন দিয়ে আমরা আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবো।'

গত ঈদে সড়কের পরিস্থিতি ভালো থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, 'গতবার আমাদের চ্যালেঞ্জ ছিল একটি, এবার আমাদের চ্যালেঞ্জ তিনটি। গতবার আমাদের চ্যালেঞ্জ ছিল সুরক্ষিতভাবে যাত্রীদের বাড়িতে পাঠানো ও ফেরত আনা। সেটার সঙ্গে এবারের চ্যালেঞ্জে যোগ হয়েছে পশু হাটের নিরাপত্তা ও পশুবাহী ট্রাকের নিরাপত্তা নিশ্চিত করা এবং মৌসুমি ফলবাহী পরিবহনের যেন সমস্যা না হয় তা নিশ্চিত করা।'

Comments

The Daily Star  | English
world suicide prevention day 2025

Between death and desire to live: A suicide survivor’s account

Sometimes survival is the most radical act we can perform.

3h ago