দ্বিতীয় দিনে ৪ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করল ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ডিএনসিসি, কোরবানি, কোরবানির বর্জ্য,
বর্জ্য অপসারণের পর সড়কে জীবাণুনাশক ছিটাচ্ছেন ডিএনসিসির কর্মীরা। ছবি: সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিনে দেওয়া কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিনে বিকেল পাঁচটা পর্যন্ত ৯২৭ ট্রিপে মোট ৪ হাজর ৯ (চার হাজার নয়) মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।

এর আগে ঈদের দিন দুপুর দুইটা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত আটটায় নির্ধারিত ৬ ঘণ্টায় সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করে ডিএনসিসি।

Comments

The Daily Star  | English
World Bank maps ‘trident-shaped’ growth corridor in Bangladesh

World Bank maps ‘trident-shaped’ growth corridor in Bangladesh

Dhaka, Chattogram and Rangpur drive jobs and output, as WB warns of regional disparity and policy mismatch

14h ago