ঈদে সাইবার হামলার ব্যাপারে সতর্ক করল সরকার

প্রতীকী ছবি | সংগৃহীত

ঈদুল আজহার ছুটিতে সম্ভাব্য সাইবার আক্রমণের ঝুঁকির ব্যাপারে সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি)। সাইবার আক্রমণের ঝুঁকি বিবেচনায় আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে তারা।

কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ও সামরিক সংস্থা, গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (সিএলএস), আইন প্রয়োগকারী সংস্থা, ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ উৎপাদনকারী, বিদ্যুৎ, শিক্ষাপ্রতিষ্ঠান, খুচরা বেচাকেনা ও শিল্পখাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলার ঝুঁকির কথা তুলে ধরা হয়। সাইবার আক্রমণের মধ্যে র‍্যানসামওয়্যার, ডিডস অ্যাটাক, ব্রুট ফোর্স অ্যাটাক, ওয়েব অ্যাটাক, কাস্টম ম্যালওয়্যার পেলোডের ব্যবহার, ডিফেসমেন্ট, সিঙ্কহোল বটনেট, সংবেদনশীল তথ্য প্রকাশ করে দেওয়ার ঘটনা ঘটতে পারে।

সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে দুটি দেশের নাম উল্লেখ করেছে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম। দেশদুটি হলো ভারত ও উত্তর কোরিয়া।

ঝুঁকি মোকাবিলায় সার্বক্ষণিক নেটওয়ার্কের ওপর নজরদারি, বিশেষ করে অফিস বন্ধ থাকার সময়টায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম। মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সময় ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট এড়িয়ে চলা ও ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা।

Comments

The Daily Star  | English

Trump announces 'massive' Japan trade deal including 15% tariff

Trump has vowed to hit dozens of countries with punitive tariffs if they don't strike a deal with the United States by next month.

9m ago