শেখ হাসিনা উন্নয়নের কারিগর: দীপু মনি

অনুষ্ঠানে দীপু মনিসহ অন্যরা। ছবি: সংগৃহীত

যেকোনো বিপর্যয় মোকাবিলা করার অপর নাম শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার রাতে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, 'শেখ হাসিনা আজকে তার নিজের কাজ দিয়ে তার কাজের বিশালত্ব, তার কাজের যে গভীরতা, তার কাজ যে বিশ্বময় এবং তা দিয়ে সুদূরপ্রসারী প্রভাব, ইতিহাসের ওপর তার যে প্রভাব, তার সব কিছু মিলিয়ে আজকে শেখ হাসিনা আর বাংলাদেশ একাকার হয়ে গেছে। শেখ হাসিনার উন্নয়ন এক ও অভিন্ন হয়ে গেছে।'

'শেখ হাসিনা উন্নয়নের কারিগর। শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সারা বিশ্বে স্বয়ংসম্পূর্ণ। নারী উন্নয়নে, খাদ্য উৎপাদনে, জলবায়ু পরিবর্তনসহ যেকোনো বিপর্যয়ের মোকাবিলা করার অপর নাম শেখ হাসিনা', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Mob violence persists amid weak policing

Mob violence has been occurring in the country for years. But the recent spate of mugging and robbery has apparently caused a surge in such incidences.

6h ago