জি-২০ সম্মেলনে অংশ নিতে গুজরাটে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রীর ফাইল ফটো

জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতের গুজরাটে গিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ শনিবার সকালে তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন।

অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের ২ দিনের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৭-১৮ জুলাই ভারতের গুজরাটের গান্ধীনগরে। শিল্পোন্নত দেশগুলোর জি-২০ জোটে বাংলাদেশ সদস্য নয়। তবে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৯টি দেশকে 'গেস্ট কান্ট্রি' হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নেবে। দক্ষিণ এশিয়া অঞ্চলে 'গেস্ট কান্ট্রি'র মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে।

অর্থমন্ত্রী আগামী ১৭ ও ১৮ জুলাই বৈঠকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকট পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোকপাত করবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।

Comments

The Daily Star  | English

25 former, serving military officers charged at ICT

The prosecution yesterday formally charged 28 people, including ousted prime minister Sheikh Hasina and 23 top and mid-ranking current and former army officers, at International Crimes Tribunal-1 in two cases of enforced disappearances, secret detention, and torture in the 15 years of her rule.

8h ago