জামাতুল আনসার নিষিদ্ধ

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার কার্যক্রম দেশে নিষিদ্ধ করেছে সরকার। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা গতকাল বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় দেশে এ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।  

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে জানা যায়, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এবং আনসার আল ইসলামের কয়েকজন সদস্য ২০১৭ সালে নতুন একটি উগ্রবাদী সংগঠন গঠন করে।

২০১৯ সালে সংগঠনটি জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া নাম নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকে। 

Comments

The Daily Star  | English

'No song-and-dance in Lalbagh’: Group tries to block Ustad Alauddin Khan tribute

Police disperse crowd after assuring event would feature only classical music, not dance

51m ago