ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট ১১ ঘণ্টা বিলম্ব

এয়ারবাস উড়োজাহাজ কিনতে বিমানের ইউ-টার্ন

ঢাকা-নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রায় ১১ ঘণ্টা বিলম্ব করায় ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিলম্বের কারণে বিজি ৩৭৬ ফ্লাইটের প্রায় ৭৬ জন যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন।

সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ৭৬ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার দ্য ডেইলি স্টারকে জানান, কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়েছে।

'বিমান কখনই যাত্রীদের নিরাপত্তা বিষয়ে আপস করে না। ত্রুটি ঠিক করার পর মঙ্গলবার সকাল ১১টার দিকে ফ্লাইটটি ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে', বলেন তিনি।

যাত্রীদের থাকার জন্য তৎক্ষণাৎ নিকটবর্তী একটি হোটেলে নিয়ে যাওয়া হয় এবং খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হয়।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago