সকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ: আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ভবন। ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবারের পর আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আবার ভূ-কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সন্ধ্যায় ৬ টা ৬ মিনিটের দিকে আরেকটি ভূমিকম্প অনুভূত হয় ঢাকায়। এ নিয়ে গত দুদিনে তিনবার ভূমিকম্প অনুভূত হলো। 

সকালে প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে, সাভার ও গাজীপুরের মাঝামাঝি বাইপাইল এলাকায় রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এ কম্পন অনুভূত হয়েছে।

পরে জানা যায়, গতকালের মতো এটির উৎপত্তিস্থলও নরসিংদী জেলা।

আজ নিজাম উদ্দিন আহাম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশে মৃদু শ্রেণীর এ ভূমিকম্প হয়।

সন্ধ্যায় অনুভূত ভূ-কম্পনটির মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এটিরও উৎপত্তিস্থল নরসিংদীতে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। 

প্রথমে ৩ দশমিক ৭ বলা হলেও পরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যার ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৬ কিলোমিটার উত্তরে। ভূ-কম্পনটি আঘাত হানে সন্ধ্যা ৬ টা ৬ মিনিট ৪ সেকেন্ডে।

গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারায়।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

23h ago