প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওআইসির ১৪ দেশের রাষ্ট্রদূত

পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছেন ওআইসির ১৪ দেশের রাষ্ট্রদূত। 

আজ বুধবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকে গণভবনে এ বৈঠক শুরু হওয়ার কথা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলি হামলা ও এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ ওআইসির অন্যান্য দেশগুলোর অবস্থান ও করণীয় নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে।

এদিকে গাজা সংকট নিয়ে সৌদি আরবে আজ ওআইসির নির্বাহী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন যোগ দিচ্ছেন।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

2h ago