কারিগরি সমস্যায় কক্সবাজার এক্সপ্রেসের আগাম টিকিট বিক্রি পেছাল

গত ১১ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রেলরুট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১ ডিসেম্বর থেকে এই রুটে ট্রেন চলাচল করবে। ফাইল ফটো

ওয়েবসাইটের কারিগরি সমস্যার কারণে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের আগাম টিকিট বিক্রি পিছিয়েছে রেলওয়ে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার থেকে এই ট্রেনের টিকিট বিক্রির কথা ছিল।

সরদার শাহাদাত আলী বলেন, 'অনেকগুলো ট্রেনের সময়সূচি পরিবর্তন করার জন্য আমাদের ওয়েবসাইটে আপগ্রেডেশনের কাজ চলছে। তাই অগ্রিম টিকিট বিক্রি সম্ভব হয়নি।'

সদ্য উদ্বোধন হওয়া কক্সবাজার লাইনে আগামী ১ ডিসেম্বর ট্রেন চলাচল শুরু হবে। নিয়ম অনুযায়ী, যাত্রার ১০ দিন আগে ট্রেনে টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে।

অতিরিক্ত মহাপরিচালক শাহাদাত আলী জানান, আগামী বৃহস্পতিবার থেকে ওয়েবসাইটে অগ্রিম টিকিট পাওয়ার সম্ভাবনা আছে। 

এর আগে, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত এক জোড়া ট্রেন চালুর ঘোষণা দেয় রেলওয়ে। এজন্য ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি।

নন-এসি চেয়ারের (শোভন চেয়ার) টিকিটের মূল্য ৫০০ টাকা (জনপ্রতি) এবং এসি চেয়ারের (স্নিগ্ধা) ৯৬১ টাকা নির্ধারণ করেছে রেলওয়ে।

আমদানি করা নতুন ১৬টি কোচে সম্বলিত এই ট্রেনে অন্তত ৭৮০টি আসন থাকবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago