যারা তারেকের নেতৃত্ব মেনে নেবে না, তারা নির্বাচনে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্টার ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব মেনে নিতে পারেনি এমন অনেক বিএনপি নেতা আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবে।

ওই বিএনপি নেতারাই নতুন রাজনৈতিক দল গঠন করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

'বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না' উল্লেখ করে মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, 'আমার কাছে তথ্য আছে যারা তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিতে পারছেন না, তার নেতৃত্ব মেনে নিতে যাদের সমস্যা হচ্ছে, তারাই নির্বাচনে অংশ নেবে।'

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা দেখেছেন বিএনপির নেতৃত্ব দলের অনেকেই পছন্দ করছেন না। এ কারণে তারা নতুন দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করছেন।'

তিনি আরও বলেন, 'বিএনপি জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই গুজব ছড়াচ্ছে।'

মন্ত্রী বলেন, 'আমি জোর দিয়ে বলতে পারি নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন করবে। নির্বাচনকে কেন্দ্র করে জনগণ এখন উৎসবমুখর পরিবেশে আছে।'

'কীভাবে নিজ নিজ প্রার্থীদের জয়ী করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে। কে নির্বাচনে আসেনি বা কে কী বলল তা নিয়ে জনগণ উদ্বিগ্ন নয়,' যোগ করেন তিনি।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী আসাদুজ্জামান বলেন, 'আছে কি-না তা দেখতে পাবেন।'

কারাবন্দি বিএনপি নেতাদের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, 'বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তারা (বিএনপি নেতারা) ভাঙচুর করেছে, বাসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়েছে। এসব ঘটনায় যারা অংশ নিয়েছে, আমরা তাদের চিহ্নিত করেছি, তাদের বিরুদ্ধে মামলা করেছি, গ্রেপ্তার করেছি।'

নির্বাচনকে কেন্দ্র করে কোনো নাশকতার হুমকি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'এ ধরনের হুমকির বিষয়ে আমার জানা নেই।'

বিএনপির 'কঠোর আন্দোলন' সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, 'আমি জানি না। আমরা দেখেছি ট্রেনের লাইন কাটতে গেলে, বাসে আগুন দিতে গেলে লোকজন তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। আপনি যত ভাঙচুর করবেন, তত জনবিচ্ছিন্ন হবে। এটি তাদের জন্য আরও লজ্জার কারণ হবে।'

'এটা প্রমাণ করে দেশের মানুষ সহিংসতা পছন্দ করে না,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

'Why should an innocent person be punished?' asks Jahangir on Hamid's arrival

The home adviser says Hamid will face legal consequences only if an investigation finds him guilty

23m ago