ঘন কুয়াশায় আজও শাহজালালে নামতে পারেনি ২ আন্তর্জাতিক ফ্লাইট

shahjalal international airport
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর | ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এই সময় দুইটি আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে আজ বুধবার ভোররাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি যাত্রীবাহী ফ্লাইট অবতরণ করতে পারেনি। ফ্লাইট দুইটি ডাইভার্ট করে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে সকাল ৮টা পর ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

এর আগে একই কারণে গতকালও শাহজালাল বিমানবন্দরে প্রায় আট ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এই সময় ১০টি যাত্রীবাহী ও একটি কার্গো ফ্লাইট অবতরণ করার কথা ছিল। পরে ফ্লাইটগুলো ডাইভার্ট করে কলকাতা, হায়দ্রাবাদ, কুয়ালালামপুর ও ব্যাংককসহ কয়েকটি বিমানবন্দরে অবতরণ করে। গতকাল সকাল ৮টার পর ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসে।


 

Comments

The Daily Star  | English

Battery rickshaws overrun capital

Urban planners and experts warn that these vehicles could cripple the city's transport network unless regulations are in place and enforced immediately

9h ago