রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের আরও ৮৭ মিলিয়ন ডলার মানবিক সহায়তা

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা
কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প। এএফপি ফাইল ছবি

কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আরও ৮৭ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ বুধবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থ দিয়ে ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে কাজ করবে। তারা প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তার পাশাপাশি অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্বনির্ভরতা ও জীবিকা সহায়তা দিতে এই অর্থ খরচ করবে।

অন্যান্য দাতাদের অর্থের সঙ্গে এই নতুন তহবিল যোগ হলে তা বাংলাদেশে থাকা প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সরবরাহে সহায়ক হবে।

এ ছাড়া, ডব্লিউএফপি রোহিঙ্গা ক্যাম্পে অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্যও এই তহবিল ব্যবহার করতে পারবে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতার ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রায় ২.৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যার মধ্যে প্রায় ১.৯ বিলিয়ন ডলার এসেছে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের জন্য।

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

2h ago