ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত

বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের চান্দিনা বেলাশোর এলাকায় এ অবরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম (এন-১) মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়েছে।

দুপুর ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোশাকশ্রমিকদের এই বিক্ষোভ চলছিল বলে জানিয়েছেন দ্য ডেইলি স্টারের সংবাদদাতা।

ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিক কাকলী আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন দিচ্ছে না এবং গত তিন মাস ধরে তারা আমাদের দুর্দশার কথাও শুনছে না। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নিয়েছি।'

বিষয়টি নিয়ে জানতে ডেনিম প্রসেসিং প্ল্যান্টের জরুরি নম্বরে দ্বিতীয়বার ফোন করলে কারখানা কর্তৃপক্ষ জানায়, তারা এই বিষয়টি নিয়ে কোনো কথা বলবে না।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ ডেইলি স্টারকে বলেন, 'গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের ম্যানেজ করার চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

'Chief adviser’s duty cannot end just with election'

Sarjis Alam says holding an election alone won't preserve advisers' honour

26m ago