আবুল মনসুর আহমদের সাংবাদিকতার শতবর্ষ উপলক্ষে রাবিতে আলোচনা সভা কাল

আবুল মনসুর আহমদ
আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯)

খ্যাতিমান লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের সাংবাদিকতার শতবর্ষ উপলক্ষে আগামীকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

'শতবর্ষে আবুল মনসুর আহমদের সাংবাদিকতার প্রাসঙ্গিকতা' শীর্ষক আলোচনা সভাটি হবে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সকাল ১১টায়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ, ঢাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রাবন্ধিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মুসতাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করবেন সাংবাদিক, লেখক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন। মুল প্রবন্ধের ওপর আলোচনা করবেন লেখক ও দৈনিক সমকালের প্ল্যানিং এডিটর ফারুক ওয়াসিফ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক তানভীর আহমেদ।

 

Comments

The Daily Star  | English

OECD ups world economic outlook as tariffs contained, for now

The economy also got a boost from strong AI-related investments in the United States and government spending in China.

10m ago