মানিকগঞ্জে নিপাহ ভাইরাসে যুবকের মৃত্যু

মো. বাবুল হোসেন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ রোববার মানিকগঞ্জের সিভিল সার্জনের দায়িত্বে থাকা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন 

মৃত মো. বাবুল হোসেনের (৩৫) বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মান্তা গ্রামে। 

ডা. মো. লুৎফর রহমান বলেন, 'বাবুল হোসেন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন। পরীক্ষায় তার শরীরে নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।'

স্থানীয় ইউপি চেয়ারম্যন মহিদুর রহমান মহিদ ডেইলি স্টারকে বলেন, '১৫ দিন আগে বাবুল হোসেন খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে নেওয়া হয়।'

বাবুলের মরদেহ আজ রোববার নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে, গত ১৬ জানুয়ারি মান্তা গ্রামের পার্শ্ববর্তী ঘোস্তা জাহাঙ্গীরনগড় গ্রামের লুৎফর রহমান (২৭) নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল।

স্থানীয় পুটাইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রুবিয়া পারভিন ডেইলি স্টারকে জানান, 'খেজুরের রস খাওয়ার পর লুৎফর রহমানের অসুস্থ হলে তাকে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ানো হয়। কিন্ত অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয় এবং তিনি ১৬ জানুয়ারি মারা যান।'

 

Comments

The Daily Star  | English

Khagrachhari breathes again, under watchful eyes

Section 144 still in force as residents return to work and travel

1h ago