আরিচা ঘাটের ৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আরিচা ঘাট এলাকায় উচ্ছেদ অভিযান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের যমুনা নদীতীরবর্তী আরিচা ঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জায়গায় গড়ে উঠা ৬৫টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ মঙ্গলবার দিনভর চলমান এই অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

তিনি বলেন, 'সারা দেশেই বিআইডব্লিউটিএর নদীতীরবর্তী জায়গাগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আরিচা ঘাটে অভিযান চালানো হয়েছে। এসব জায়গাগুলোর সৌন্দর্যবর্ধন করতে গাছ লাগানো হবে।'

বিআইডব্লিউটিএ আরিচা নৌবন্দর কর্মকর্তা এসএম সাজ্জাদুর রহমান বলেন, 'আরিচা ঘাটের পর পাটুরিয়া ঘাটেও অভিযান চালানো হবে। গতকাল রাজবাড়ির দৌলতদিয়া ঘাট এলাকার ১৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
nahid-ctg

NCP attacked in Cox's Bazar for exposing the truth: Nahid

Hasnat says those who ruled Bangladesh in the past planned escape routes abroad

37m ago