নরসিংদী

হাড়িধোয়া নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাড়িধোয়া নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবি: সংগৃহীত

নরসিংদীতে হাড়িধোয়া নদী দখল ও দূষণ রোধে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার।

মেহেদী হাসান কাউছার জানান, চিনিশপুর ইউনিয়নের সোনাতলা এলাকার ত্রিমোহনী বটতলা (পুটিয়া ব্রিজ সংলগ্ন) থেকে হাড়িধোয়া নদীর পাড়ে এক কিলোমিটার সীমানায় নির্মিত স্থাপনা ও নির্মাণাধীন অবকাঠামো উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, 'ছয়জন ব্যক্তি নদীর ওই জায়গাগুলো অবৈধভাবে দখল করে রেখেছিলেন। স্থাপনা সরাতে একাধিক চিঠি দিলেও তারা স্থাপনা সরিয়ে নেননি। তাই উচ্ছেদ অভিযানের মাধ্যমে নদীর জায়গাগুলো অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে সরকারের দখলে আনা হয়।'

তিনি জানান, উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুটি টিনশেড ঘর, একটি দোতলা ভবনের একাংশ, একটি একতলা ভবনের একাংশ, একটি দোকানের একাংশ এবং একটি বরফ কারখানার সিঁড়ি।

Comments

The Daily Star  | English

'We too shall see how the election is held'

Sarjis says after EC secretary rules out allocating ‘Shapla’ symbol to NCP

9m ago