বিবাহ কর আদায় শুরু দক্ষিণ সিটি করপোরেশনে

প্রতীকী ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দাদের এখন থেকে বিবাহ নিবন্ধনের জন্য কর দিতে হবে।

গতকাল মঙ্গলবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয়েছে।

ডিএসসিসি সিটি করপোরেশন আদর্শ কর তফসিল ২০১৬ এর ১০ (৪) এবং মিউনিসিপাল করপোরেশন (ট্যাক্সেশন) আইন ১৯৮৬ এর ৫০ ধারা অনুযায়ী এই কর আদায় করবে।

ডিএসসিসির মুখপাত্র আবু নাসের জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গত ২৮ জানুয়ারি ডিএসসিসির ৪৫টি ওয়ার্ডে ২৮টি বিয়ে নিবন্ধিত হয়েছে এবং মোট দুই হাজার ৮০০ টাকা রাজস্ব আয় হয়েছে।'

ডিএসসিসি প্রদত্ত নির্দেশিকা অনুসারে, যারা প্রথমবারের মতো বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য কিছুটা স্বস্তি থাকলেও, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে গেলে বিয়ের খরচের পাশাপাশি গুণতে হবে করের টাকাও।

প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য বরকে ১০০ টাকা কর দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে ৫ হাজার টাকা এবং প্রথম ২ স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা কর দিতে হবে।

তফসিল অনুযায়ী, একই ধারায়, চতুর্থ বিয়ের জন্য বরকে কর হিসেবে ৫০ হাজার টাকা দিতে হবে।

স্ত্রী মানসিক ভারসাম্যহীন হলে বা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য বরকে ২০০ টাকা কর দিতে হবে।

এর পাশাপাশি প্রতিটি সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে ৫০০ টাকা হারে কর দিতে হবে।

 

Comments

The Daily Star  | English

Public Service Act: Ordinance out amid Secretariat protests

The government last night issued an ordinance allowing dismissal of public servants for administrative disruptions within 14 days and without departmental proceedings.

7h ago