পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও স্ত্রীর মৃত্যু

সৈয়দ নাজমুল আহসান ও তার স্ত্রী নাহিদ বিনতে আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে নিজ বাসায় গতকাল অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তির পর মারা গেছেন পরিবেশ অধিদপ্তরের এক পরিচালক ও তার স্ত্রী।

তারা হলেন- পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক সৈয়দ নাজমুল আহসান (৫৮) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলম (৪৭)।

গতকাল মিরপুর-২ নম্বরের বাসায় দুই জনই অসুস্থ হয়ে পড়েন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ জানান, নাজমুল আহসানকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তার স্ত্রী নাহিদ আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান বলে জানান ওসি।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নাজমুল আহসান ১৯৯৬ সালে পরিবেশ অধিদপ্তরে গবেষণা কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে ২০১৭ সালে পরিচালক পদে পদোন্নতি পান। এই দম্পতি দুই কন্যা সন্তান রেখে গেছেন।

তাদের মধ্যে একজন চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে জানান নাজমুল আহসানের এক সহকর্মী।

Comments

The Daily Star  | English

Council of Advisers approve six ordinances, including Labour and RPO

Also cleared proposals to simplify housing services and establish a new consulate general office in Detroit, US

27m ago