আজ মধ্যরাত থেকে দুই মাস নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ছবি: স্টার

ছোট ইলিশ মাছকে বেড়ে ওঠার সুযোগ দিতে পদ্মা ও মেঘনা, কালাবদর, তেঁতুলিয়া নদীসহ দক্ষিণাঞ্চলে মাছের পাঁচ অভয়াশ্রমে দুই মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৩৯২ কিলোমিটার জলসীমায় এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

তবে এ সময় নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।

বরিশাল বিভাগীয় মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, জাটকা বেড়ে ওঠার সুযোগ দিতে এই অভয়াশ্রমগুলোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই উপলক্ষে আমরা প্রচার চালিয়েছি। নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

অভয়াশ্রমের সীমানার মধ্যে আছে ইলিশার মদনপুর থেকে ভোলার চরপিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহাবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার। এছাড়া চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এবং শরীয়তপুরের নড়িয়া থেকে ভেদরগঞ্জ পর্যন্ত নিম্ন পদ্মার ২০ কিলোমিটার। এছাড়াও বরিশাল সদর উপজেলার কালাবদর নদীর হবিনগর পয়েন্ট থেকে মেহেন্দিগঞ্জের বামনীরচর, মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর হাট পয়েন্ট থেকে হিজলা লঞ্চঘাট, হিজলার মৌলভীরহাট পয়েন্ট থেকে মেহেন্দিগঞ্জ সংলগ্ন মেঘনার দক্ষিণ-পশ্চিম জাঙ্গালিয়া পয়েন্ট পর্যন্ত ৮২ কিলোমিটার। এই সময়ে জেলেদের ভিজিএফ হিসেবে ৫৬ কেজি করে চাল দেওয়া হবে বলে মৎস্য অধিদপ্তর জানিয়েছে।

Comments

The Daily Star  | English

BNP to finalise 200 candidates by this month

Around 100 remained "problematic" due to internal rivalries and multiple nomination seekers

9h ago