পাইলট থেকে কেবিন ক্রু সবাই নারী, দাম্মাম গেল বিমানের ফ্লাইট

নারী দিবসে বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট পরিচালনাকারী পাইলট ও ক্রুরা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনায় পাইলট থেকে শুরু করে সব দায়িত্ব পালন করেছেন নারী কর্মীরা।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইটটি পুরোপুরি নারীদের পরিচালনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

 ফ্লাইটের গ্রাউন্ড স্টাফ, ক্রুদের ব্রিফিং, চেক-ইন কাউন্টার, ফ্লাইট কভারেজ, কেবিন ক্রু এবং ককপিট ক্রুই নারী।

পাইলট হিসেবে ফ্লাইট পরিচালনা করেন বিমানের সিনিয়র ক্যাপ্টেন আলিয়া মান্নান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম। 

বিমানের নারী কর্মীদের প্রতি সম্মান দেখিয়ে বিশ্ব নারী দিবসে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের নির্দেশনায় প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (জনসংযোগ), প্রধান চিকিৎসা কর্মকর্তা, মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) নারী। বিমানে নারী পাইলট ১৫ জন, নারী কেবিন ক্রু ৩৪৫ জন। এছাড়া গ্রাউন্ড স্টাফ, নারী প্রকৌশলী, নারী প্রকৌশল ইনস্ট্রাক্টরসহ বিমানের সব শাখায় নারী কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করে যাচ্ছেন।

 

Comments

The Daily Star  | English
Chittagong University clash

‘No bone, do not press’

Bandage on CU student Mamun’s head reads

48m ago